অসমে সংগঠন বিস্তারে তৎপর তৃণমূল, তিনসুকিয়ায় যোগ দিলেন ৪০০ জন

অসমে পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই দলীয় সংগঠন মজবুত করতে সক্রিয় তৃণমূল কংগ্রেস। রবিবার তিনসুকিয়া জেলায় বিভিন্ন দল ছেড়ে প্রায় ৪০০ জন কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দেন। ছিলেন তৃণমূল নেতা রমেন চন্দ্র বরঠাকুর।

সম্প্রতি অসমের পঞ্চায়েত ভোটে পাঁচটি আসনে জয়ী হয়েছে তৃণমূল। এই জয়কে পাথেয় করে ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করছে দল।

তৃণমূলের দাবি, বিজেপি শাসিত অসমে মানুষ এখন বিকল্প খুঁজছেন। ভয়ভীতি উপেক্ষা করে অনেকেই তৃণমূলে যোগ দিতে আগ্রহী। তিনসুকিয়ার পাশাপাশি আরও জেলাতেও শীঘ্রই সংগঠন মজবুত হবে বলে আশাবাদী নেতারা।

উল্লেখযোগ্যভাবে, এবারের পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে ২৮ ও অঞ্চল পঞ্চায়েতে ৪৪ প্রার্থী দিয়েছিল তৃণমূল, জয় পান ৫ জন। তাঁদের মধ্যে একজন মহিলা প্রার্থীও রয়েছেন।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন