অহমদাবাদে বিমানটি ভেঙে পড়ে মেডিক্যাল কলেজের হস্টেলের উপর, মৃত অন্তত ৫ ডাক্তারি পড়ুয়া

গুজরাটের অহমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজে মেডিকেল কলেজের অন্তত ৫ জন ছাত্র। আহত কম করে ৪০ জন।

মৃতদের মধ্যে রয়েছেন ৪ জন স্নাতক স্তরের ছাত্র ও ১ জন স্নাতকোত্তর রেসিডেন্ট। দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে খবর।

এয়ার ইন্ডিয়ার Boeing 787-8 Dreamliner বিমানটি ২৩২ জন যাত্রী ও ১০ জন ক্রুকে নিয়ে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই আহমদাবাদ বিমানবন্দরের কাছেই মেডিকেল কলেজের হোস্টেলের উপর ভেঙে পড়ে।

লন্ডনের উদ্দেশ্যে দুপুর ১:৩৮ মিনিটে উড্ডয়ন করেছিল বিমানটি। তবে মাত্র ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছনোর পরই সেটি ভারসাম্য হারায় ও বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক