নড্ডার কর্মসূচীতে অংশ নেওয়ার পরদিনই তৃণমূল কার্যালয়ে ৫ কৃষক, শুরু রাজনৈতিক চাপান-উতোর

ওয়েবডেস্ক : শনিবার যাঁদের বাড়ি থেকে শষ্য সংগ্রহ করেছিলেন জেপি নাড্ডা রবিবার সেই কৃষকদেরই দেখা গেল তৃণমূল কার্যালয়ে। তৃণমূলের দাবি, ওই পাঁচ কৃষক দলেরই সদস্য। এদিকে বিজেপির দাবি, ভয় দেখিয়ে তাঁদের দলের সদস্যদের তৃণমূলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

শনিবার ‘কৃষক সুরক্ষা অভিযান’ কর্মসূচিতে পূর্ব বর্ধমানের মুস্থুলি গ্রামের বাসিন্দা নিতাই মণ্ডল, পাঁচকড়ি মণ্ডল, সনৎ মণ্ডল, উত্তম মণ্ডল এবং মথুরা মণ্ডল নামে পাঁচ কৃষকের বাড়ি বাড়ি ঘুরে শষ্য সংগ্রহ করেন জে পি নাড্ডা। মথুরা মণ্ডলের বাড়িতে মধ্যাহ্নভোজনও সারেন তিনি।

রবিবার সন্ধেয় ওই ৫ কৃষকের পরিবারের সদস্যদের দেখা গেল কাটোয়া শহরের স্টেশনরোডে তৃণমূল কংগ্রেসের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কার্যালয়ে।  রবীন্দ্রনাথবাবুর সঙ্গে দেখা করতে এসেছিলেন নিতাই মণ্ডল, মথুরা মণ্ডল এবং পাঁচকড়ি মণ্ডলের ছেলে মিঠুন মণ্ডল। সঙ্গে ছিলেন সনৎ মণ্ডলের বাড়ির সদস্যও। 

কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “মুস্থুলি গ্রামের যেসব কৃষকদের বাড়িতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ভিক্ষাগ্রহণ করতে গিয়েছিলেন ওই সমস্ত পরিবারের সদস্যরা তৃণমূল কংগ্রেসের সঙ্গেই বরাবর ছিলেন, আছেন, থাকবেন।

বাংলার কৃষক পরিবারের বৈশিষ্ট্য হল সৌজন্যতা দেখানো। যে কেউ ভিক্ষা চাইতে গেলে কোনও গৃহস্থবাড়ির মহিলারা ফেরান না। তাই জেপি নাড্ডাকে তাঁরা ভিক্ষা দিয়েছেন মাত্র।”

রবীন্দ্রনাথবাবুর কথায়, “যাতে এই পরিবারগুলি সম্পর্কে ভুল বার্তা না যায় তাই তাঁরা আমাদের দলীয় কার্যালয়ে আমার সঙ্গে সৌজন্যমূলক দেখা করতে এসেছেন।”

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক