কলকাতা: গঙ্গাসাগরে হেলিপ্যাড উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৮ জানুয়ারি থেকে শুরু গঙ্গাসাগর মেলা। বুধবার প্রস্তুতি খতিয়ে দেখতে এসে তীর্থযাত্রীদের জন্য তিনটি স্থায়ী হেলিপ্যাডের উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে রাজ্যের পাঁচটি জনপ্রিয় মন্দিরের আদলে তৈরি প্রতিরূপেরও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
এ বারের গঙ্গাসাগর মেলায় ত্রিমাত্রিক মডেলের মাধ্যমে তুলে ধরা হচ্ছে রাজ্যের পাঁচটি মন্দির। অস্থায়ী কাঠামোর মাধ্যমে তুলে ধরা হচ্ছে রাজ্যের পাঁচটি ঐতিহ্যবাহী মন্দিরকে। অনেক পুণ্যার্থী গঙ্গাসাগর মেলায় এসে তারাপীঠ, কালীঘাট, দক্ষিণেশ্বর, তারকেশ্বর ও জহুরা কালীবাড়ি দর্শনের সুযোগ পাবেন। এ দিন পাঁচটি মন্দিরের প্রতিরূপ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
বলেন, গঙ্গাসাগরে অনেক মানুষ আসেন, তাঁরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই অংশে আসেন, কিন্তু নানাকারণে রাজ্যের কয়েকটি মন্দিরে তীর্থ করতে যেতে পারেন না। সেই কারণেই গঙ্গাসাগরে পাঁচটি জনপ্রিয় মন্দিরের আদলে প্রতিরূপ তৈরি করা হয়েছে।
আরও এক বার গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণার দাবিও করে মমতা বলেন, ‘‘উত্তরপ্রদেশের যে কুম্ভমেলা হয়, তার সমস্তরকম আর্থিক সাহায্য কেন্দ্রীয় সরকারের থেকে পায় উত্তরপ্রদেশ সরকার। কিন্তু গঙ্গাসাগরকে একটি টাকাও অর্থ সাহায্য করে না কেন্দ্র। কিন্তু এটিই একমাত্র এত বড় মেলা যেখানে প্রায় ১ কোটি মানুষ জড়ো হন৷ একমাত্র মেলা যেটি বিপুল জলপথ পেরিয়ে আসতে হয়৷ এই মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা উচিত।’’