কেষ্টপুরে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ৫০টি ঝুপড়ি, আহত ৭

ডেস্ক: কেষ্টপুরের শ্বতরূপা পল্লিতে বিধ্বংসী আগুন। আর তার জেরে ভস্মীভূত হয়ে গেল  কমপক্ষে ৫০টি ঝুপড়ি এবং ৩১টি অস্থায়ী দোকান। মধ্যরাতে সবাই যখন ঘুমিয়ে তখন আচমকা বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে কেষ্টপুরের শতরূপা পল্লীর বাসিন্দাদের। তারপর দাউদাউ করে আগুন জ্বলতে দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে রাত পার হলেও সকালেও ঝুপড়ির জায়গায় জায়গায় আগুন জ্বলতে দেখা যাচ্ছে।


খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। রাতে আগুন নেভাতে এসে দুই দমকলকর্মীর হাত ঝলসে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহত হয়েছেন দমকলের দুইজন কর্মী এবং ৫ জন স্থানীয় বাসিন্দা।

স্থানীয়দের দাবি, ওই ঝুপড়িতে খাবারের দোকান, সাইকেলের গ্যারেজ–সহ নানা দোকানপাট রয়েছে। তবে ওই ঝুপড়িতে মানুষের বাসও আছে। রাত ২টোর পর আচমকা বিস্ফোরণের শব্দ শুনতে পান কিছু বাসিন্দা। কোনও একটি খাবারের দোকানে সিলিন্ডার ফেটেই ওই শব্দ শোনা গিয়েছে বলে দাবি বাসিন্দাদের। এরপরই গোটা ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়তে থাকে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন বাসিন্দারা। প্রথমে দমকলের ৬ টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। পরে একে একে মোট ১৫টি ইঞ্জিন পাঠানো হয় আগুন নিয়ন্ত্রণে আনতে।

আরও পড়ুন: পরীক্ষা না নিয়েও কীভাবে ফেল? মহুয়া দাসকে জরুরি তলব নবান্নে

পাঠানো হয় রোবটও। আগুন নেভানোর সময় সিলিন্ডার ফেটেই জখম হন দুই দমকলকর্মী। তাঁদের দুই হাত আগুনে ঝলসে গিয়েছে। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। রোবটের সাহায্যেই জল দেওয়া হয়। একের পর এক গ্যাস সিলিন্ডার ফাটতে থাকে। আগুনে পুড়ে ছাই গোটা এলাকা। অনেকেই নিজের দোকান থেকে জিনিস বের করার চেষ্টা করেন। স্থানীয় মানুষ উদ্ধারকার্যে হাত লাগায়। 


তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। প্রাথমিক অনুমান সিলিন্ডার বিস্ফোরণের জেরেই আগুন লাগে। সুজিত বসু বলেন, ‘২ টোর সময় এখানে আগুন লাগে। তখনই এখান থেকে ফোন যায় আমার কাছে। দমকল ও পুলিসকে জানানো হয়। এখানে অনেক গরিব মানুষের দোকান ছিল। সেগুলি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। দোকানের তালিকা ধরে দেখা হবে। সবচেয়ে স্বস্তির খবর, কোনও মানুষ আটকে পড়েননি’। 

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন