ডেস্ক: করোনার মধ্যে পুজো কমিটি গুলোর জন্য বড় ঘোষণা রাজ্যের। এছাড়াও করোনা পরিস্থিতিতে কীভাবে হবে দুর্গাপুজো। কোন কোন নিয়ম মানতে হবে? পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠক শেষে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী।
গত বছরের মতো এ বছরও প্রতিটি পুজো কমিটিকে ৫০ হাজার টাকা দেওয়া হবে পুজোর খরচ বাবদ। এখানেই শেষ নয়, বিদ্যুৎ বিল-সহ অন্যান্য সমস্ত লাইসেন্স খরচও মুকুব করা হবে, আজ নেতাজি ইন্ডোরে দুর্গা পূজার গাইডলাইন নিয়ে বৈঠকে এমনটাই জানিয়ে দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
আরও পড়ুন: ভবানীপুর কেন্দ্রে মমতার বিরুদ্ধে বিজেপি প্রার্থী সুবোধ! টুইট তথাগত’র
এখনও কমেনি করোনার প্রকোপ। ফলে কোভিডবিধি মেনে এবার ক্লাবগুলোকে পুজোর আয়োজনের নির্দেশ দেন মুখ্যসচিব। আশঙ্কার বার্তা দিয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর অনুরোধ পুজো কমিটিগুলোকে ছোট করে সুন্দর করে পুজো করতে হবে। সকলকে মাস্ক ব্যবহার করতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। কার্নিভাল হবে কি হবে না তা নিয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন তিনি। এ দিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ, ক্লাবগুলোকে কোভিড সচেতনতা প্রচার করতে হবে। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তৃতীয় ঢেউ যদি না আসে তবে এ বছর পূজার বিসর্জন হবে ১৫, ১৬, ১৭ অক্টোবর অর্থাৎ একাদশী, দ্বাদশী ও ত্রয়োদশীর দিন। কোভিড বিধি মেনে না চললে আবার বাড়বে। কেরলের মতো অবস্থা হবে। তাই সাবধানে থাকুন।