অনেকদিন ধরেই শোনা যচ্ছিল আসছে, সে আসছে। হ্য়াঁ, এখানে মোবাইল পরিষেবার ক্ষেত্রে ফাইভ-জি পরিষেবার কথা বলা হচ্ছে। জানা গিয়েছে, নতুন বছর অর্থাৎ ২০২২ এর শুরুতেই কলকতায় শুরু হতে চলেছে বহু প্রতিক্ষিত 5-G পরিষেবা।
কলকাতার পাশাপাশি এই পরিষেবা প্রায় একই সময়ে শুরু হতে চলেছে রাজধানী দিল্লিতে, দেশের বানিজ্য় নগরী হিসেবে খ্য়াত মুম্বইতে, এবং চেন্নাই শহ একাধিক বড় শহরে। খুব স্বাভাবিকভাবেই এই সব শহর সহ সারা দেশের মানুষ অধির আগ্রহে প্রতিক্ষা করছে নতুন এই পরিষেবার পাওয়ার জন্য়।
দেশের টেলিকম অথরিটি বা ডট ইতিমধ্য়েই এক বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছে। এছাড়াও ডট এর তরফে আরও জানান হয়েছে, এই ফাইভ জি পরিষেবা নিয়ে ইতিমধ্য়েই কথা হয়েছে মেসার্স ভারতী এয়ারটেল, মেসার্স ভোডাফোন-আইডিয়া এবং মেসার্স রিলায়েন্স জিও এর মতন দেশের প্রথম সারির সার্ভিস প্রোভাইডার সংস্থা গুলির সঙ্গে।
জানা গিয়েছে ইতিমধ্য়েই দেশের বিভিন্ন প্রধান প্রধান শহর গুলিতে ইতিমধ্য়েই ট্রায়াল সাইট নির্মাণ করে ফেলেছে দেশের প্রায় সবগুলি প্রথম সারির টেলি সার্ভিস প্রোভাইডার। তবে এখন দেখার বিষয়, বহু প্রতিক্ষিত নতুন এই পরিষেবা বাস্তবিকভাবে চালু হওয়ার পর ঠিক কতটা পরিবর্তন আসে সাধারণ মানুষের দৈনন্দীন জীবনে। কারণ, যেমনটা শোনা গিয়েছিল, এই পরিষেবা চালুর পর পরই আমুল বদলে যাবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। এছাড়াও এই পরিষেবা চালুর ক্ষেত্রে বেশ কিছু খারাপ প্রভাবের বিষয়টিরও উপরেও নজর থাকবে। কারণ এক্ষেত্রেও সাধারণ মানুষের মনের মধ্য়ে রয়েছে বেশ কিছু আশঙ্কা ও সংশয়।