প্রথম পাতা খবর ২০২২ সালেই সারা দেশে চালু হবে ৫-জি ‌পরিষেবা, বাজেটে ঘোষণা নির্মলার

২০২২ সালেই সারা দেশে চালু হবে ৫-জি ‌পরিষেবা, বাজেটে ঘোষণা নির্মলার

288 views
A+A-
Reset

সারা দেশ জুড়ে শুরু হতে চলছে ৫-‌জি মোবাইল পরিষেবা। যার অর্থ টেলি যোগাযোগের দুনিয়ায় গোটা ভারতে আসতে চলেছে এক বিশাল পরিবর্তন।

এর ফলে একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থায় হতে চলেছে প্রভূত উন্নতি তেমনি টেলিকম জগতে প্রচুর কর্মসংস্থান হবে বলেও সংসদে নিজের ভাষণে উল্লেখ করেন অর্থমন্ত্রী।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, ‘দেশের ‌চলতি বছরেই ভারতে 5G পরিষেবা চালু করা হবে। তার জন্য এই বছরেই ‘স্পেকট্রাম’ নিলাম হবে।

৫-‌জি নেটওয়ার্কিং ব্যবস্থা চালু হলে গ্রামেও ব্রডব্যান্ড পৌঁছবে। ফলে ভারতের গ্রামগুলিতে ইন্টারনেট ও টেলি যোগাযোগ পরিষেবা আরও উন্নত হবে বলে জানান নির্মলা সীতারামন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.