প্রথম পাতা খবর গোয়ার মন্দিরে ভিড়ের চাপে হুড়োহুড়ি, ৬ জনের মৃত্যু, আহত ৬০-র বেশি

গোয়ার মন্দিরে ভিড়ের চাপে হুড়োহুড়ি, ৬ জনের মৃত্যু, আহত ৬০-র বেশি

260 views
A+A-
Reset

গোয়ার শিরগাঁওয়ের শ্রীদেবী লাইরাই মন্দিরে বাৎসরিক যাত্রার সময় ভয়াবহ হুড়োহুড়ির ঘটনা ঘটে শনিবার ভোরে। এতে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের, আহত ৬০ জনের বেশি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে ভক্তদের বিশাল ভিড়ের মধ্যে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে মানুষ হুড়োহুড়ি করে বেরোতে গিয়ে পদপিষ্ট হন অনেকে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্ত এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করে বলা হয়, “যাঁরা প্রিয়জন হারিয়েছেন, তাঁদের প্রতি রইল সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনা করি। প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে।”

মুখ্যমন্ত্রী সাওন্ত জানিয়েছেন, তিনি নিজে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

তিনি আরও বলেন, “আমি ব্যক্তিগতভাবে পরিস্থিতির ওপর নজর রাখছি যাতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া যায়।”
তিনি জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমার সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতির খুঁটিনাটি জেনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.