রাজ্যের ৭ রাজ্যসভা আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীরা

কলকাতা: শনিবার ছিল রাজ্যসভার ভোটে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এ দিন মনোনয়ন প্রত্যাহার করলেন বিজেপির ডামি প্রার্থী রথীন্দ্র বসু। এর ফলে আগামী ২৪ জুলাই বিধানসভায় আর রাজ্যসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে না। মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা বিনা প্রতিন্দ্বিতায় জয়ী হয়ে রাজ্যসভার সাংসদ হবেন।

রথীন্দ্র সরে দাঁড়ানোয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন তৃণমূলের ডেরেক-ও-ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, দোলা সেন, সামিরুল ইসলাম এবং প্রকাশ বড়াইক। বিজেপির হয়ে আরেকটি আসনে জয়ী হবেন অনন্ত মহারাজ। অন্য দিকে, যে আসন‌টিতে উপনির্বাচন হচ্ছে, সেটিতে জয়ী হবেন তৃণমূলের সাকেত গোখলে।

বিধানসভা সূত্রে খবর, আগামী সোমবার সাধারণ রাজ্যসভা নির্বাচনে ছয় জন এবং উপনির্বাচনে এক জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের শংসাপত্র দেওয়া হবে।

প্রসঙ্গত, কিছুটা চমক দিয়ে অনন্ত ছাড়াও বিজেপি আরও একজনকে ‘ডামি’ প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিল। তিনি উত্তরবঙ্গের নেতা রথীন্দ্র বসু। অনন্ত মহারাজের মনোনয়নে কোনো ত্রুটি থাকলে রথীন্দ্র বসুকেই রাজ্যসভায় পাঠাতে প্রস্তুতি নিয়েছিল গেরুয়া শিবির।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক