প্রথম পাতা খবর ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন ৭২৩, বাড়ছে উদ্বেগ

২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন ৭২৩, বাড়ছে উদ্বেগ

312 views
A+A-
Reset

ডেস্ক: রবিবার ফের বাড়ল উদ্বেগ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন ৭২৩ জন। যা আগের দিনের তুলনায় বেশ খানিকটা বেশি। তবে কমেছে মৃত্যু। একদিনে রাজ্যে করোনার বলি হয়েছেন ১১ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭৭৪ জন। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ।     


কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২০৫ (১৮১)। উত্তর ২৪ পরগনায় ১৪৬ (১২৬) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৫১৭৪ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৮৫৫। কলকাতায় এদিন সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৫ জন।

আরও পড়ুন: রাজ্যজুড়ে নামছে পারদ, চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা


দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে হুগলি। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৫৩ জন। চতুর্থ স্থানে হাওড়া। সেখানে একদিনে সংক্রমিত ৪৮ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে।রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৯৮, ৪৮৮। মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৭১, ২৯৫। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.