আজ ৭৮তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আকাশে বায়ুসেনার দুটি হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হয়। এরপর প্রতি বছরের মতোই প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেনা।
এবারের স্বাধীনতা দিবসের থিম ‘নয়া ভারত’। ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে পা দেওয়ার প্রস্তুতিতেই এই আয়োজন।
‘অপারেশন সিঁদুর’- এ পাকিস্তানের সন্ত্রাসবাদে মদতের জবাবে ভারত ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংস করেছিল—সে কাহিনি তুলে ধরা হবে। অনুষ্ঠানে ২৬টি রাজ্যের পঞ্চায়েত প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।