রেড রোডে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন, জাতীয় পতাকা উত্তোলন মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবস পালন রেড রোডে মুখ্যমন্ত্রী। ছবি: রাজীব বসু

কলকাতা: বৃহস্পতিবার ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন। স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় পতাকা উত্তোলন করলেন তিনি।

এ দিন রেড রোড স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিল স্কুলের ছাত্রছাত্রীরাও। ছিল ট্যাবলো প্রদর্শনী। জাতীয় পতাকা উত্তোলনের সময় কপ্টার থেকে ফুলবৃষ্টি করা হয়।

মুখ্যমন্ত্রী এ দিন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় লেখেন, “আমার ভাই-বোনেদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। দেশকে স্বাধীন করতে আমাদের বিপ্লবীরা আত্মত্যাহগ করেছিলেন। এমন পুণ্যতিথিতে সকলকে শুভেচ্ছা জানাই।”

ও দিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দিল্লির লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করলেন। নারী নির্যাতনের প্রসঙ্গে তিনি বলেন, “যখন নারীদের ওপর ধর্ষণ ও নৃশংসতার ঘটনা ঘটে, তখন তা ব্যাপকভাবে আলোচিত হয়, কিন্তু যখন অপরাধীকে শাস্তি দেওয়া হয়, তখন তা খবরে দেখা যায় না, শুধু একটি কোণেই সীমাবদ্ধ থাকে খবর। যারা শাস্তি পাচ্ছে তাদের নিয়েও ব্যাপক আলোচনা হওয়া উচিত, যাতে যারা পাপ করে, তারা বুঝতে পারে। আমি মনে করি এই ভয় তৈরি করা খুবই জরুরি।”

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন