প্রথম পাতা খবর ত্রাণ বিতরণী অনুষ্ঠানে ভয়াবহ ঘটনা, ইয়েমেনে পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৮০

ত্রাণ বিতরণী অনুষ্ঠানে ভয়াবহ ঘটনা, ইয়েমেনে পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৮০

272 views
A+A-
Reset

ভয়ঙ্কর ঘটনা ইয়েমেনের রাজধানী সানায়। ত্রাণ বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু কমপক্ষে ৮০ জনের। শুধু তাই নয়, ঘটনায় ১০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ঘটনায় প্রকাশ, ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হন অনেকে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, রমজান শেষে ঈদ উল-ফিতরের আগে সাধারণ মানুষের মধ্যে মধ্যে টাকা বিলি করা হচ্ছিল। তা সংগ্রহ করতে গিয়েই হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি হয়। পদপিষ্ট হয়ে অনেক মানুষের মৃত্যু হয়। বিগত কয়েক দশকে সবথেকে ভয়ঙ্কর পদপিষ্ট হওয়ার ঘটনাগুলির মধ্যে অন্যতম এটি।

ইয়েমেন বিশ্বের অন্য়তম গরিব দেশ। হুথির অভ্যন্তরীণ প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইয়েমেনের বাব আল-ইয়েমেন জেলার সানা শহরে ব্যবসায়ীরা গরিব মানুষদের জন্য ঈদ উপলক্ষে টাকা বিলির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই শতাধিক মানুষ জমায়েত হয়েছিলেন। বিতরণী অনুষ্ঠান শুরু হতেই জমায়েত করা মানুষদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। মাটিতে পড়ে যান বহু মানুষ।

তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পর বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে।সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একসঙ্গে এত মানুষ সেখানে জোড়ো হয়ে যায় যে রীতিমত হুড়োহুড়ি বেঁধে যায়। আর তা সামলাতে হিমশিম খেতে হয় কর্তব্যরত সে দেশের পুলিশ আধিকারিকদের। অভিযোগ সেই সময় শূন্যে নাকি গুলি চালান পুলিশ কর্মীরা। আর তাতেই আতঙ্ক তৈরি হয়। রীতিমত ছোটাছুটি শুরু করে দেন মানুষজন। আর এর ফলে ভয়াবহ এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.