ডেস্ক: কাবুলের বিমানবন্দরে বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে কমপক্ষে পাঁচটি বিস্ফোরণ হয়েছে কাবুল বিমানবন্দরের বাইরে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৯০জনের। আহতের সংখ্যা ১৪০ হয়ে গিয়েছে। দেখা গিয়েছে বিমানবন্দরে মৃতদের স্তুপ পড়েরয়েছে। বিমানবন্দরের পরিখারমধ্যে পড়ে রয়েছে রাশি রাশি মৃতদেহ। আতঙ্কে শঙ্কিত আফগানিস্তানের বাসিন্দা।
বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল বিমানবন্দর। প্রথম দুটো বিস্ফোরণ হয় বিমানবন্দরের বাইরে জনবহুল এলাকায়। অপর একটি বিস্ফোরণ হয় রাতের দিয়ে অন্যত্র। ছত্রভঙ্গ সাধারণ মানুষকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিও চালায় জঙ্গিরা। হামলার কয়েক ঘণ্টা পরে দায় স্বীকার করে আইএস-এর শাখা সংগঠন আইএসআইএস-খোরাসান। ঘটনায় ১৩জন মার্কিন সেনার মৃত্যুতে রাগে ফুঁসছে আমেরিকা।
ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তালিবানদের হুঁশিয়ারি দিেয়ছেন তিনি। যাঁরা এই বিস্ফোরণ ঘটিয়েছে তাঁদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। কোনও ভাবেই অপরাধীদের রেয়াত করা হবে না বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই মার্কিন গোয়েন্দা সংস্থা সেখানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
হামলার বিষয়ে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন জো বাইডেন (Joe Biden)। পরে নিজেকে সামলে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা ক্ষমা করব না। আমরা ভুলে যাব না। আমরা ওদের খুঁজে বের করব এবং হিসাব বুঝে নেব”। নিহত মার্কিন সেনাদের উদ্দেশে শ্রদ্ধা এবং শোকজ্ঞাপন করে বাইডেন তাঁদের নায়ক বলে সম্বোধন করেন৷ তবে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন, পূর্ব ঘোষণা মতোই আগামী ৩১ অগাস্ট পর্যন্ত কাবুলে মার্কিন সেনা উদ্ধার অভিযান চালিয়ে যাবে৷
আরও পড়ুন: তালিবান ইস্যুতেও অন্যান্য দেশের মতই ধীরে চলো নীতি নিচ্ছে ভারত, সর্বদল বৈঠকে জানালেন বিদেশমন্ত্রী
তিনি আরও বলেন, “আইএসআইএস-খোরাসান (ISIS-K)-কে যোগ্য জবাব দেওয়ার পরিকল্পনা শুরু করেছে আমেরিকা। আমার কম্যান্ডরদের নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সময় মতো আমরা ঠিক উত্তর দেব। যেখানে বুঝব, যখন আমরা বুঝব।” তিনি বলেন, ‘আমরা ক্ষমা করব না। আমরা ভুলব না। আমরা তোমাদের খুঁজে বার করব। আর এর দাম তোমাদের দিতে হবে। আইএসআইএস-এর যে নেতারা এই বিস্ফোরণের নির্দেশ দিয়েছে, তাদের খুঁজে বার করব আমরা। আমরা অনুমান করতে পারি কারা এই কাজের পিছনে রয়েছে। বিশাল কোনও সামরিক অভিযান ছাড়া কীভাবে তাদের সন্ধান পেতে হয়, সেই উপায় আমরা বের করে ফেলব।’