দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে শনিবার সকালে ঘটল রীতিমতো হাড় হিম করা এক ঘটনা। হাতে ধারালো অস্ত্র, আরেক হাতে এক মহিলার কাটা মুন্ডু—এই ভয়ঙ্কর দৃশ্যে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত যুবককে দ্রুত গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া যুবকের নাম বিমল মণ্ডল। প্রাথমিক তদন্তে অনুমান, পারিবারিক বিবাদের জেরেই নিজের বৌদিকে খুন করে এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে সে। যদিও ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তের মানসিক অবস্থাও প্রশ্নের মুখে।
স্থানীয় বাসিন্দাদের মতে, সকালে হঠাৎ এক যুবককে রক্তমাখা পোশাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। তাঁর এক হাতে ধারালো অস্ত্র, অন্য হাতে ছিল এক মহিলার কাটা মুন্ডু। আতঙ্কে অনেকেই ঘরের দরজা-জানলা বন্ধ করে দেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাসন্তী থানায়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে।
এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। স্থানীয় মহলে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। কীভাবে দিনের আলোয় এত বড় অপরাধ সংঘটিত হল, তা নিয়েও উঠছে প্রশ্ন। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।