মাঝরাতে বর্ধমানের গলসিতে ভোজ্য তেলের কারখানায় বিধ্বংসী আগুন

মঙ্গলবার মাঝরাতে বর্ধমানের গলসিতে ভোজ্য তেলের কারখানায় বিধ্বংসী আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গলসিতে। আগুনের প্রভাব এত বেশি ছিল যে, রাত থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। দমকলের ছ’টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করে। তবে এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি আগুন।

দমকল সূত্রে খবর, প্রাথমিকভাবে যে তথ্য মিলেছে তাতে কারখানায় ধানের ভূষি মজুত করে রাখা হতো। সেখান থেকেই আগুন ধরে গিয়েছে। চেষ্টা করা হচ্ছে আগুন যেন মূল কারখানায় ছড়িয়ে পড়তে না পারে। তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনার কাজে হাত লাগায় দমকলের আধিকারিকরা।

তবে প্রথম থেকেই আধিকারিকরা চেষ্টা করেছেন যাতে আগুন মূল কারখানা অর্থাৎ যেখানে তেল মজুত করে রাখা হয় সেখানে আগুন ছড়াতে না পারে। যুদ্ধকালীন তৎপরতায় চলে কাজ। শেষ পাওয়া খবর অনুযায়ী, গোটা রাতের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বুধবার সকালেও সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন