যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ফের ছাত্র নির্যাতনের অভিযোগ

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে ফের ছাত্র নির্যাতনের অভিযোগ। এবার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে চোর সন্দেহে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। জানা যায়, ওই পড়ুয়াকে এতটাই হেনস্থা করা হয় যে শেষমেশ তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়।

বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে ঘটনাটি ঘটে। ঘটনায় প্রকাশ, ল্যাপটপ চুরি যাওয়ার অভিযোগ ওঠে। একটি সূত্রে দাবি, পরে পাওয়া গিয়েছে ওই ল্যাপটপ। কিন্তু নির্যাতনের জেরে অসুস্থ হয়ে পড়েন ওই পড়ুয়া। অভিযোগ, অপবাদের জেরে কম্পিউটার সায়েন্সের ওই পড়ুয়ার সঙ্গে অন্যান্যদের বাকবিতণ্ডা হয়। তাতে অসুস্থ হয়ে পড়েন তিনি।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন হস্টেলের সুপার। গিয়েছিলেন মেডিক্যাল সুপার মিতালি দেবও। তাঁর দাবি, হস্টেলে তাঁকে বাধার মুখে পড়তে হয়েছিল। পরে তিনিই পড়ুয়াকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

অসুস্থ ছাত্রটিকে কেপিসি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, পুরুলিয়া থেকে আসা ওই ছাত্র মানসিক ভাবে বিপর্যস্ত। ওই ছাত্রের বাবা ও মা কলকাতায় এসে পৌঁছেছেন। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া হলে ছাত্রকে নিয়ে যান তাঁর পরিবারের লোকেরা।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন