প্রথম পাতা খবর সুন্দরবনের ফের বাঘের হানা, মৎস্যজীবীকে জঙ্গলে টেনে নিয়ে গেল রয়েল বেঙ্গল

সুন্দরবনের ফের বাঘের হানা, মৎস্যজীবীকে জঙ্গলে টেনে নিয়ে গেল রয়েল বেঙ্গল

313 views
A+A-
Reset

পেট এর দায়ে বাঘের পেটে। সুন্দরবনের জল জঙ্গলের মধ্যে মাছ ধরতে গিয়ে বাঘের কবলে পড়ে ফের প্রাণ হারালো এক মৎসজীবী।

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সজনেখালি রেঞ্জের ৪ নম্বর ঝিলার জঙ্গলের কাছে। এখনও পর্যন্ত ওই মৎস্যজীবীর দেহ পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।

স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, রবিবার তারা ৫ সদস্যের দল সামসেরনগর এলাকা থেকে ওই এলকায় মাছ ধরতে যায়। তারপর সোমবার মাছ ধরার সময় হঠাৎ বাঘ তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর বাঘ জাহাঙ্গীরকে নিয়ে জঙ্গলে ঢুকে পড়ে। তার সঙ্গীরা দিনভর খোঁজাখুঁজি করলেও তার দেহ উদ্ধার করতে পারেনি। এরপর তারা বঘ্রো প্রকল্পের অফিসে খবর দেয়।

ব্যাঘ্র প্রকল্পের কর্মীরাও এখনও পর্যন্ত দেহটি উদ্ধার করতে পারেনি। মৎসজীবীরা জানান সরকারি অনুমতি নিয়েই তারা জঙ্গলে মাছ ধরতে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা।

কিছুদিন আগেই একটি বাঘ লোকালয়ে ঢুকে পড়ে চাঞ্চল্য ছড়ায়। তাকে বনকর্মীরা উদ্ধার করে আবার বনে ছেড়ে দেয়। তারপর সোমবার দিন এই ঘটনা ঘটে যায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.