Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
শ্যামবাজারে ঋতুপর্ণাকে হেনস্থার পিছনে একদল মদ্যপ, দাবি প্রত্যক্ষদর্শীর - NewsOnly24

শ্যামবাজারে ঋতুপর্ণাকে হেনস্থার পিছনে একদল মদ্যপ, দাবি প্রত্যক্ষদর্শীর

কলকাতা: বুধবার রাতে শ্যামবাজারে আন্দোলনকারীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয়েছেঅভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। ‘গো ব্যাক’ স্লোগানও শুনতে হয় তাঁকে। প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার পরেও আন্দোলনকারীদের ধিক্কার স্লোগান শুনে গাড়িতে উঠে বেরিয়ে যেতে বাধ্য হন অভিনেত্রী। শুধু তাই নয়, তাঁকে লক্ষ্য করে জলের বোতল, জুতো ছোড়া হয়। এর পিছনে কয়েকজন মদ্যপ ব্যক্তির ভূমিকা ছিল বলে জানা গিয়েছে।

ঘটনার সময় ওই জায়গায় উপস্থিত ছিলেন টলিপাড়ার কয়েক জন তারকা। ঘটনাস্থলে উপস্থিত ঋষভ বসু বলেন, “ঘটনাটা আসলে একদল মদ্যপ শুরু করে। ‘গো ব্যাক’ বলার সঙ্গে ‘চটিচাটা’ বলেও আক্রমণ করা হয়। পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। এমনকি শারীরিক ভাবেও হেনস্থা করার চেষ্টা করা হয়। মাত্র এক জন দেহরক্ষীকেই নিয়ে এসেছিলেন ঋতুদি। আমি, রাতাশ্রী এবং আরও কয়েক জন মিলে কোনও রকমে ওই জায়গা থেকে ঋতুদিকে বার করে আনার চেষ্টা করি। ঋতুদি গাড়িতে ওঠার পরে বোতল, জুতো ছুড়ে মারা হয়। অশ্রাব্য ভাষায় গালাগাল করা হয়।”

অভিনেত্রী নিজেও সংবাদ মাধ্যমের কাছে জানান, “আমি তো একবুক সমবেদনা এবং বিচারের দাবি জানিয়ে সকলের সঙ্গে শামিল হতে গিয়েছিলাম। আমার নতুন গাড়িতে জোরে মেরেছে ওরা, গাড়ির কিছু জায়গা ভেঙে গিয়েছে। আমি মাঝে বললাম, যে আমার কথা আপনারা শুনুন! কিন্তু কেউ শুনল না। আরও জোরে স্লোগান দিতে শুরু করল। ওই একদল লোক মদ্যপ ছিল!”

প্রসঙ্গত, কলকাতার নানা জায়গার মতো শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে শান্তিপূর্ণভাবে রাত দখল হয় বুধবার। অসংখ্য মানুষের ভিড়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু তারপরে যে ঘটনার সাক্ষী থাকল কলকাতা তা খুব একটা ইতিবাচক নয়।

Related posts

‘দু’গালে কষিয়ে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট,’ এসআইআর নিয়ে শীর্ষ আদালতের নির্দেশের পর কমিশন-বিজেপিকে তোপ অভিষেকের

এসআইআর অসঙ্গতির তালিকা প্রকাশ্যে টাঙাতে, নথি নিলে দিতে হবে রশিদ, কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

এসআইআর নোটিস মন্ত্রী তাজমুলকে, শুনানিতে ডাক নওশাদেরও