Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
লটারিতে চাকা ঘুরল লরিচালকের ভাগ্যের, রাতারাতি কোটিপতি কৃষ্ণনগরের শঙ্কর - NewsOnly24

লটারিতে চাকা ঘুরল লরিচালকের ভাগ্যের, রাতারাতি কোটিপতি কৃষ্ণনগরের শঙ্কর

একটা লটারির টিকিটে রাতারাতি বদলে গেল ভাগ্য। একজন সামান্য লরি ড্রাইভার থেকে হয়ে গেলেন একেবারে কোটি টাকার মালিক। আর এর পরপরই প্রবল দুশ্চিন্তা আর ভয় চেপে বসে কোটিপতি বনে যাওয়া কৃষ্ণনগরের ওই লরি চালক এর মনে। শেষ পর্যন্ত নিরাপত্তার প্রয়োজনে স্ত্রীকে সঙ্গে নিয়ে রাতেই ছুটে গেলেন স্থানীয় থানায়।

জানা গিয়েছে রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া নদীয়ার কৃষ্ণনগরের বাসিন্দা শঙ্কর সরকার পেশায় একজন লরি চালক। শঙ্কর বাবু ২০০৭ সাল থেকেই লরি চালানোর কাজ করছেন। প্রথম দিকে অন্যের লরি চালিয়ে জীবনযাপন করেছেন। এরপর অনেক চেষ্টা করে নিজে একটি লরি কিনলেও শেষ পর্যন্ত টাকা শোধ করেতে না পারায় সেটিও তাঁকে বেচে দিতে হয়।

শঙ্কর বাবু জানান, যার কাছ থেকে লটারির টিকিট তিনি কেটেছিলেন, সেই লটারির টিকেট বিক্রেতা নিজেই তাঁকে ফোন করে খবর দেন যে, লটারিতে ১ কোটি টাকা জিতেছেন শঙ্কর বাবু।

লরি চালক শঙ্কর বাবুর কথায়, ওই খবর পাওয়ার পর থেকেই প্রবলভাবে নিরাপত্তার অভাবে ভুগতে থাকেন তিনি ও তাঁর স্ত্রী। শেষ পর্যন্ত তাই রাত্রি বেলাতেই কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশের দ্বারস্থ হন তাঁরা। পুরো ঘটনা শোনার পর কোতোয়ালি থানার পুলিশ তাঁদের নিরাপত্তা দেওয়ার কথা বলে আশ্বস্ত করলে তবেই তাঁরা ফের বাড়ি ফিরে আসেন।

Related posts

‘মনে হচ্ছে, নিজের কাউকে হারালাম’ পিডিএস নেতা সমীর পুততুণ্ডর মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মা উড়ালপুলে অ্যাপ ভিত্তিক শাটল বাসে নিষেধাজ্ঞা, যানজট কমাতে লালবাজারের সিদ্ধান্ত

শীতের দৌড়ে শ্রীনিকেতনকে ছাপাল কল্যাণী, আর কতদিন জাঁকিয়ে শীত?