প্রথম পাতা খবর স্বস্তি দিয়ে অনেকটা কমল সংক্রমণ, আশা জাগিয়ে সুস্থতার সংখ্যা পেরলো ৪ লক্ষ

স্বস্তি দিয়ে অনেকটা কমল সংক্রমণ, আশা জাগিয়ে সুস্থতার সংখ্যা পেরলো ৪ লক্ষ

349 views
A+A-
Reset

ডেস্ক: স্বস্তি দিয়ে একলাফে অনেকটা কমল সংক্রমণ। আশা জাগিয়ে বাড়ল সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা আড়াই লক্ষের বেশি। মৃত্যুতে ফের বিশ্বে সর্বকালীন রেকর্ড হল দেশে। দেশে দৈনিক মৃত্যু দাঁড়িয়েছে চার হাজার তিনশো পার।


মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৩ হাজার ৫৩৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা অবশ্য বেড়েছে। সোমবার যেখানে ৪ হাজার ১০৬ জনের মৃত্যু হয়েছিল সেখানে মঙ্গলবারের হিসেব বলছে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে।

তবে আশা জাগাচ্ছে দৈনিক সুস্থতার হার। সোমবারের তুলনায় সুস্থতার হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সুস্থতার হার এদিন দৈনিক সংক্রমণের থেকে বেশি তো অবশ্যই। তাছাড়া এদিন সুস্থতার সংখ্যা পেরিয়েছে ৪ লক্ষের গণ্ডি। সোমবার ৩ লক্ষ ৭৮ হাজার ৭৪১ জন সুস্থ হয়েছিলেন। আর মঙ্গলবারের রিপোর্ট বলছে সুস্থতার সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ২২ হাজার ৪৩৬ জন।


এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫২ লক্ষ ২৮ হাজার ৯৯৬ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ লক্ষ ৫৩ হাজার ৭৬৫ জন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ১৫ লক্ষ ৯৬ হাজার ৫১২ জন। দেশের করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৭৮ হাজার ৭১৯ জনের। মোট ১৮ কোটি ৪৪ লক্ষ ৫৩ হাজার ১৪৯ জনকে এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.