কলকাতা: বুধবার সকালে কলকাতার পার্ক স্ট্রিটের ওম টাওয়ারে মর্মান্তিক দুর্ঘটনা। মেরামতির সময় ছিঁড়ে পড়ল লিফট। দুর্ঘটনায় মৃত্যু এক লিফট অপারেটরের।
ঘটনায় প্রকাশ, সকালে চলছিল লিফট মেরামতির কাজ। লিফট অপারেটর রহিম খানের তত্ত্বাবধানেই কাজ করছিলেন কর্মীরা। ঠিক মতো কাজ হচ্ছে কি না, তা দেখতে ফাঁকা অংশ দিয়ে মাথা গলিয়েছিলেন তিনি। আর তখনই ঘটে বিপত্তি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, তৃতীয় তলা থেকে তার ছিঁড়ে সজোরে লিফট এসে পড়ে একতলায়। লিফট ছিঁড়ে রহিমের উপর পড়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনীর সদস্যরা এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। কীভাবে লিফট ছিঁড়ে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর দেওয়া হয়েছে মৃতের পরিবারকেও।
শেষ পাওয়া খবর অনুযায়ী, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় আতঙ্ক ছড়ায় ওই বিল্ডিংয়ের বিভিন্ন অফিসের কর্মীদের মধ্যে।
*প্রতীকী ছবি