যাত্রী মাস্ক পরতে নারাজ, আকাশ থেকে নেমে এলো বিমান

উড়ন্ত বিমানে এক যাত্রীর অসহযোগিতার কারণে মাঝপথেই ফিরে আসতে বাধ্য হয়েছে একটি যাত্রীবাহী বিমান। বার্তা সংস্থা এএফপি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বিমানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে আমেরিকান এয়ারলাইনসের বিমানে। কিন্তু মিয়ামি থেকে লন্ডনগামী ওই বিমানের এক যাত্রী কিছুতেই মাস্ক পরতে রাজি না হওয়ায় মাঝপথেই বিমানটি ফিরে আসে।

বিমানটিতে ১২৯ জন যাত্রী ও ১৪ জন কর্মী ছিলেন। মিয়ামিতে বিমানটি অবতরণেরই আগেই সেখানে অপেক্ষা করছিল পুলিশ। জিজ্ঞাসাবাদের পর ওই যাত্রীর বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

মার্কিন এভিয়েশন প্রশাসন জানায়, ২০২১ সালের জানুয়ারি থেকেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটে মাস্ক পরার ব্যাপারে তারা জিরো টলারেন্স রীতি গ্রহণ করেছে। বিমানযাত্রীদের মাস্ক পরার ব্যাপারে কোনো রকম ছাড় দেওয়া হচ্ছে না।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন