কলকাতা: ফের বিচারব্যবস্থার একাংশকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এসএসকেএমে ভর্তি আহত তৃণমূল কর্মীদের দেখতে যান। সেখান থেকেই সুর চড়ান বিজেপির বিরুদ্ধে।
রীতিমতো কটাক্ষের সুরে বলেন, ” পুলিশ কী করে ব্যবস্থা নেবে? সমাজবিরোধীদের সুরক্ষা দিয়ে রেখেছে আদালত। সত্যি বলার জন্য যদি কেউ আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়, নিতে পারে। বিজেপির গুন্ডাবাহিনীকে নিরাপত্তা দিয়ে রেখেছে আদালত, কী করে ব্যবস্থা নেবে পুলিশ?”
তিনি আরও বলেন, “গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ হচ্ছে বিচারব্যবস্থা। চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম। ক্ষমতায় আসার পর থেকেই এই দুটো স্তম্ভ ভেঙে ফেলার চেষ্টা করে যাচ্ছে বিজেপি। হাইকোর্টের একাংশ এই সমাজবিরোধীগুলিকে যেভাবে মদত দিচ্ছে তা অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক।”
আরও স্পষ্ট করে অভিযেকের অভিযোগ, ‘‘বিচারপতি রাজাশেখর মান্থা সমাজবিরোধীদের রক্ষাকবচ (প্রোটেকশন) দিচ্ছেন।’’ অভিষেক এ-ও বলেন, যদি এই বক্তব্যের জন্য তাঁকে আদালত অবমাননার দায়ে জেলে যেতে হয়, তা হলে তিনি ১০ হাজার বার জেলে যেতেও রাজি! কিন্তু তিনি সত্য বলবেনই।