Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সাত সদস্যের কেন্দ্রীয় দল, বুধবার জমা পড়বে রিপোর্ট - NewsOnly24

ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সাত সদস্যের কেন্দ্রীয় দল, বুধবার জমা পড়বে রিপোর্ট

ডেস্ক: ইয়াস ক্ষতিগ্রস্ত বাংলার উপকূল অঞ্চল পরিদর্শনে গেলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। সাত সদস্যের ওই প্রতিনিধি দল আজ সোমবার আকাশপথে এবং সড়ক পথে রওনা দেবেন দক্ষিণ ২৪ পরগনার দুর্গত এলাকা পরিদর্শনে।


গতকাল রাজ্যে এসে পৌঁছয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব নেতৃত্বাধীন ৭ সদস্যের কেন্দ্রীয় দল। যুগ্মসচিব ছাড়াও প্রতিনিধিদলে রয়েছেন বিভিন্ন আধিকারিকরাও। আজ প্রথম ওই দল দক্ষিণ ২৪ পরগনা পরিদর্শন করে। আগামীকাল পূর্ব মেদিনীপুরে যাবে কেন্দ্রীয় দল। 


কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, সাত সদস্যের ওই কেন্দ্রীয় প্রতিনিধি দলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি ছাড়াও থাকছে কৃষি দফতর, পরিবহন দফতর, গ্রামীণ উন্নয়ন দফতর, বিদ্যুৎ দফতর, মৎস্য দফতর ও অর্থ দফতরের প্রতিনিধিরা। আর বাংলায় আসা প্রতিনিধি দলটির গঠন কাঠামোই বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

দুটি দলে বিভক্ত হয়ে কাজ শুরু করছে কেন্দ্রীয় দল। আজ সকালে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে চড়ে দক্ষিণ ২৪ পরগনায় রওনা দেয় একটি দল। পাথরপ্রতিমা থেকে গোসাবায় পৌঁছে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। আরেকটি দল কলকাতা থেকে সড়কপথে গেছে বাসন্তীর গদখালিতে। সেখান থেকে নৌকায় চড়ে গোসাবার ইয়াস-বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।


আগামীকাল পূর্ব মেদিনীপুর যাবে কেন্দ্রীয় দল। একটি দল যাবে কপ্টারে। আরেকটি দল সড়কপথে দিঘায় যাবে। মন্দারমণি-সহ সমুদ্র তীরবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।
মমতা বন্দ্যোপাধ্যায় ইয়াসে রাজ্যের ২০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে দাবি করলেও কেন্দ্রের তরফে আর্থিক সাহায্য মিলেছে আপাতত মাত্র ২৫০ কোটি! আর এমনই এক পরিস্থিতিতে ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এবার রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাল মোদি সরকার। রবিবার রাতেই রাজ্যে এসেছে তাঁরা।

আরও পড়ুন: ধনকড়-মহুয়া টুইট-যুদ্ধ, স্বজনপোষণের তথ্য ভুল টুইট রাজ্যপালের, পাল্টা ট্যুইটে বিঁধলেন মহুয়াও

মমতা বন্দ্যোপাধ্যায় ইয়াসে রাজ্যের ২০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে দাবি করলেও কেন্দ্রের তরফে আর্থিক সাহায্য মিলেছে আপাতত মাত্র ২৫০ কোটি! আর এমনই এক পরিস্থিতিতে ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এবার রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাল মোদি সরকার। রবিবার রাতেই রাজ্যে এসেছে তাঁরা।


ইতিমধ্যেই রাজ্যে ইয়াসে ত্রাণ নিয়ে একাধিক অভিযোগ তুলতে শুরু করেছে বিজেপি। এমনকী প্রতিদিন নানা ইস্যুতে সুর চড়িয়েছে রাজ্যপালও। এমন এক পরিস্থিতিতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্যে আগমন নতুন করে সংঘাতের আবহ তৈরি করেছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related posts

এসআইআর শুনানি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কমিশনকে পঞ্চম চিঠি

আইপ্যাক তল্লাশি-কাণ্ডে সুপ্রিম কোর্টে ইডির জোড়া মামলা, যুক্ত করা হল মুখ্যমন্ত্রী ও সিপিকে

‘মনে হচ্ছে, নিজের কাউকে হারালাম’ পিডিএস নেতা সমীর পুততুণ্ডর মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর