কলকাতা: কার্নিভালের জন্য রেড রোডে যাওয়ার পথে দুর্ঘটনা। রামমোহন সম্মিলনীর প্রতিমা-সহ ট্যাবলোতে ধাক্কা মারে একটি ট্যাক্সি। জানা গিয়েছে, ওভারটেক করতে গিয়ে ট্যাবলোটির পিছন দিকে ধাক্কা মারে ট্যাক্সিটি। ট্যাবলোটি ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হয়।
রামমোহন সম্মিলনীর পুজোর থিম ছিল ‘জঙ্গলকন্যা’। থিমের সঙ্গে সাজুয্য রেখেই ট্যাবলোর সঙ্গে থাকবেন ঝাড়গ্রাম থেকে আসা শিল্পীরা। নেতৃত্ব দেবেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা।
রামমোহন সম্মিলনীর পুজোর অন্যতম উদ্যোক্তা তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “ট্যাবলোটি ভাল রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই সেটিকে রেড রোডে প্রবেশ করাতে পেরেছি। ট্যাবলো মেরামতির চেষ্টা চলছে। আমরা তৎপরতার সঙ্গে সেটিকে মেরামত করার চেষ্টা করছি। কিন্তু সময়ে পৌঁছতে না পারলে কার্নিভালে অংশ নিতে সমস্যা হতো।”
পুজো কমিটির তরফে কুণাল ঘোষ জানান, ধাক্কা মারা ট্যাক্সিটি আটক করে হেস্টিংস থানায় নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করেছে পুলিশ। সেখানে গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল, বৃষ্টির পূর্বাভাস শহরে