হলদিয়া: শুক্রবার দুপুরে ভয়াবহ আগুন হলদিয়ার এক অ্যালুমিনিয়াম কারখানায়। আগুনে ঝলসে গেলেন দুই শ্রমিক। আহতদের মধ্যে এক জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
জানা গিয়েছে, আহত শ্রমিকেরা হলেন রোহন সিং (২২) ও মহম্মদ হোসেন (৩৬)। এঁরা দু’জনেই বিহারের বাসিন্দা। আহতদের মধ্যে রোহনের অবস্থা আশঙ্কজনক। তাঁকে কলকাতার একটি সরকারি হাসপাতালের স্থানান্তরিত করা হয়েছে।
তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি শিবনাথ সরকার সংবাদ মাধ্যমের কাছে বলেন, ‘‘ম্যানেক্সিয়া অ্যালুমিনিয়াম কারখানার একটি বিস্ফোরণ হয়। এই ঘটনায় দুই শ্রমিক গুরুতর জখম হয়েছেন। তাঁদের অগ্নিদগ্ধ অবস্থায় হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়েই আমরা সেখানে ছুটে যাই। আহতদের এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’’
এই দুর্ঘটনার পর নতুন করে প্রশ্নের মুখে কারখানার সুরক্ষা ব্যবস্থা। হলদিয়ায় যে সমস্ত কারখানায় বিপজ্জনক পরিস্থিতিতে শ্রমিকদের কাজ করতে হয়, সেই জায়গাগুলোর ওপর সরকারের পর্যবেক্ষণ জরুরি বলে দাবি জানিয়ে আসছে শ্রমিকদের একাংশ। আগে হলদিয়া রিফাইনারিতে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন একাধিক বার ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: জোকা-তারাতলা মেট্রোকে চূড়ান্ত ছাড়পত্র