ব্যারাকপুরের ঘোষপাড়া রোডের লালকুঠি এলাকায় ভয়াবহ আগুন লাগল এক বিরিয়ানির দোকানে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের শপিং মল ও অন্যান্য দোকানে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা এলাকা।
অতীন্দ্র সিনেমা হলের কাছেই এই দোকানটি। আগুন লাগার পর স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন, তবে কিছু বুঝে ওঠার আগেই তা ভয়াবহ রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও, প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ীরা দমকলের সঙ্গে হাত মিলিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেন।
আগুন লাগার ঘটনায় প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা পাশের জামাকাপড়ের দোকানগুলিতেও ছড়িয়ে পড়ে। ভয়াবহ আগুন দেখতে প্রচুর স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে ভিড় জমান।