তৃণমূলের মহিলা প্রার্থীকে মারধরের অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে

পুর নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের মহিলা প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে। অভিযোগ, নদিয়ার শান্তিপুরের ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী স্গিন্ধা মুখোপাধ্যায়কে মাটিতে ফেলে মারধর করা হয়। অভিযোগের তির বামেদের দিকে।

আক্রান্ত ওই প্রার্থীর অভিযোগ, দীর্ঘক্ষণ ধরে তাকে হুমকি দিচ্ছিলেন সিপিএমের প্রার্থী। এরপর তিনি প্রতিবাদ করতে গেলে তাকে মাটিতে ফেলে জুতো দিয়ে মারধর করে অভিযুক্ত বলেও অভিযোগ করেন আক্রান্ত স্গিন্ধা মুখোপাধ্যায়।

অন্যদিকে, তৃণমূলের আনা এই অভিযোগ অস্বীকার করেন বাম প্রার্থী মৌমিতা মাহাতো দাস। পাল্টা তিনি তৃণমূলের বিরুদ্ধেই অশান্তি ছড়ানোর অভিযোগ করেন। পাশাপাশি তৃণমূলের ওই প্রার্থীকে কোনও মারধর করা হয়নি বলেও দাবি করেন তিনি।

ঘটনার ফলে যথেষ্ট পরিমানে উত্তেজনার সৃষ্টি হয় গোটা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক