মধ্যরাতে ভয়াবহ আগুন বাড়ির চারিদিকে। আর এমনই এক অগ্নিকুন্ডের মধ্যে আটকে পড়েছে এক যুবক। শেষ পর্যন্ত নির্মম পরিণতি। আগুনের গ্রাসে বেঘোরে প্রাণ গেল যুবকের। বৃহস্পতিবার রাতে ঢাকুরিয়ার ঘটনা।
বৃহষ্পতিবার রাত্রিতে ঢাকুরিয়ার স্টেশন রোড সংলগ্ন এলাকার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। কীভাবে ওই বাড়িটিতে আগুন লাগল, এখন সেই কারণ খুঁজছে পুলিশ। এই ঘটনি নিহত হয় এক যুবক ও গুরুতর জখম হয় যুবকের মা। বৃহস্পতিবার গভীর রাতে যখন বাড়ির সকলেই ঘুমিয়ে ছিলেন ঠিক সেই সময় ঢাকুরিয়ার তিনতলা বাড়িটিতে আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে।
সেই সময় ওই বাড়িটিতে ছিলেন সৌম্য সেনগুপ্ত নামে এক যুবক ও তাঁর মা। অগ্নিকাণ্ডের সময় দু’জনেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন বলে জানা গিয়েছে।
আগুন লেগেছে দেখে মাকে কোনওক্রমে বাড়ি থেকে বের করতে সমর্থ হয় সৌম্য, কিন্তু নিজে আর বেরতে পারেননি। শেষ পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হানি হয় সৌম্যর। ঘটনাস্থলে পুলিশ ও দমকল পৌঁছে উদ্ধার করে সৌম্যকে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে জানান চিকিৎসকরা। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।