Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে ভাঙচুর, পুলিশের হেফাজতে অভিযুক্ত - NewsOnly24

মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে ভাঙচুর, পুলিশের হেফাজতে অভিযুক্ত

রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। আসানসোলে মন্ত্রীর আপকার গার্ডেনের বাড়িতে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশ তাকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মলয় ঘটকের বাড়ির একতলায় তাঁর দফতর রয়েছে। অভিযুক্ত ব্যক্তি সেখানেই গিয়েছিলেন এবং হঠাৎ করেই অফিসের কাচের টেবিল ভেঙে দেন। তবে ঠিক কী কারণে এই হামলা চালানো হল, তা এখনও স্পষ্ট নয়।

তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, মন্ত্রীর দফতরে কারও সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন অভিযুক্ত। তাঁকে বলতে শোনা গিয়েছিল, “সার্টিফিকেট করে দেবে বলেও এখনও দিল না!”—এই কথা বলার পরেই তিনি ক্ষুব্ধ হয়ে ভাঙচুর শুরু করেন।

ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত হন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস ও এসিপি সেন্ট্রাল বিশ্বজিত নস্কর। তবে মন্ত্রীর বাসভবনে আগে থেকেই পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এই হামলা হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।

Related posts

শুধু কলকাতায় কেন? আইপ্যাক অভিযানে ‘তথ্য চুরি’র অভিযোগ, ইডিকে নিশানা অভিষেকের

আইপ্যাক অভিযান নিয়ে মুখ খুললেন সিপি

এসআইআর শুনানি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কমিশনকে পঞ্চম চিঠি