নাগরিকত্ব প্রমাণে যথেষ্ট নয় আধার, ভোটার তালিকা সংশোধনে নির্বাচন কমিশনের অবস্থানকে মান্যতা সুপ্রিম কোর্টের

আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে যথেষ্ট নয়— নির্বাচন কমিশনের এই অবস্থানকে সমর্থন করল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকার বিশেষ সংশোধনী নিয়ে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে শীর্ষ আদালত।

বিচারপতিদের পর্যবেক্ষণ, আধার অ্যাক্ট অনুযায়ীও আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। শুধু আধারের ভিত্তিতে ভোটার তালিকায় নাম তোলা ঠিক নয়। কমিশনের তালিকাভুক্ত ১১টি নথির মধ্যে আধার একটি হলেও, এর সঙ্গে অন্যান্য নথিও জমা দিতে হবে। কমিশনের দাবি, ভুয়ো আধার কার্ডের আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিহারে চলতি এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া নিয়েও আদালতে প্রশ্ন ওঠে। কপিল সিব্বলের অভিযোগ, আধার ও রেশন কার্ডসহ একাধিক নথি গ্রহণ না করায় বহু মানুষ ভোটার তালিকায় নাম তুলতে পারছেন না, ৬৫ লক্ষ ভোটার বাদ গিয়েছেন। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বেআইনি ভাবে ভোটার বাদ দেওয়ার প্রমাণ পেলে এসআইআর প্রক্রিয়া স্থগিত করা হবে, কিন্তু এখনো তেমন প্রমাণ মেলেনি। ফলে বিহারে এসআইআর চালু থাকবে।

Related posts

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের