১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—আধার আপডেটের খরচ বাড়ল এক ধাক্কায় ২৫ থেকে ৫০ শতাংশ। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI) জানিয়েছে, নতুন হারে এই খরচ কার্যকর হবে আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে।

প্রথমবার আধার কার্ডে নাম নথিভুক্তি বা এনরোলমেন্টের জন্য এখনও কোনও খরচ লাগবে না। কিন্তু নাম, ঠিকানা, মোবাইল নম্বর, জন্মতারিখ বা লিঙ্গ সংক্রান্ত তথ্য আপডেট করতে হলে এবার থেকে ৭৫ টাকা দিতে হবে। আগে যেখানে এই খরচ ছিল ৫০ টাকা, সেখানে ২৫ টাকা বেড়ে হয়েছে ৭৫।

একইসঙ্গে, বায়োমেট্রিক আপডেট—যেমন আঙুলের ছাপ, চোখের মণি বা মুখের ছবি পরিবর্তনের খরচ এখন দাঁড়াচ্ছে ১২৫ টাকা, যা আগে ছিল ১০০ টাকা। তবে ৫ থেকে ৭ বছর বয়সে বা ১৫ থেকে ১৭ বছর বয়সে একবার বায়োমেট্রিক আপডেট বিনামূল্যে করা যাবে। এই বয়সসীমায় দ্বিতীয়বার করলে খরচ হবে ১২৫ টাকা।

UIDAI জানিয়েছে, ৭ থেকে ১৫ বছর বয়সের মধ্যে বায়োমেট্রিক আপডেট ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে করা যাবে।

ডেমোগ্রাফিক আপডেটের ক্ষেত্রেও (যেমন নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর পরিবর্তন) একাধিক তথ্য একসঙ্গে পরিবর্তন করলেও খরচ একবারই—৭৫ টাকা। উদাহরণস্বরূপ, কেউ যদি একইসঙ্গে ঠিকানা ও ফোন নম্বর আপডেট করেন, তাতেও ৭৫ টাকাই লাগবে।

তবে যদি কেউ একই সঙ্গে বায়োমেট্রিক ও ডেমোগ্রাফিক আপডেট করেন, তাহলে আলাদা করে ডেমোগ্রাফিক আপডেটের জন্য কোনও খরচ দিতে হবে না।

UIDAI জানিয়েছে, কেউ যদি ‘মাই আধার’ পোর্টালে গিয়ে নিজের তথ্যের সঙ্গে প্রমাণপত্র আপলোড করেন, তাহলে ২০২৬ সালের ১৪ জুন পর্যন্ত কোনও খরচ লাগবে না। কিন্তু আধার সেন্টারে গিয়ে একই কাজ করালে খরচ হবে ৭৫ টাকা।

কর্তৃপক্ষের দাবি, একদিকে খরচ কিছুটা বাড়ানো হলেও, স্কুলস্তরে বাচ্চাদের বায়োমেট্রিক আপডেট সহজ করতে বিনামূল্যে পরিষেবা রাখা হয়েছে। বর্তমানে দেশজুড়ে স্কুলে আধার আপডেশনের কাজ জোরদার করা হয়েছে।

এই সিদ্ধান্তে যেমন কেন্দ্রীয় রাজস্ব বাড়বে, তেমনই ডিজিটাল রেকর্ডের নির্ভুলতা বাড়ানোর লক্ষ্যও সফল হবে বলে মনে করছে UIDAI।

Related posts

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা

দেশের ৬ মেট্রো শহরের মধ্যে কলকাতায় সবচেয়ে কম পথদুর্ঘটনা, তথ্য কলকাতা পুলিশের রিপোর্টে