আধারকে ভোটার তালিকার নথি হিসাবে স্বীকৃতি, দুয়ারে সরকারে আধার করানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভোটার তালিকায় নাম তোলার জন্য আধার কার্ডকে ১২ নম্বর নথি হিসাবে বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই রায়কে স্বাগত জানানোর পাশাপাশি বুধবার জলপাইগুড়ির সরকারি কর্মসূচি থেকে প্রশাসনকে সরাসরি নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি জেলাশাসককে বলব, যাঁদের আধার কার্ড নেই, তাঁদের দুয়ারে সরকারের মাধ্যমে আধার করিয়ে দিন।” যদিও তিনি নির্দিষ্ট ভাবে জলপাইগুড়ির জেলাশাসককে নির্দেশ দেন, রাজনৈতিক মহলের মতে এটি আসলে সব জেলার প্রশাসনের জন্যই বার্তা।

ভোটার তালিকা নিয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকতে ফের আবেদন করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “ভোটার তালিকায় নাম আছে কি না, সেটা শুধু এখন নয়, আগামী ৬–৭ মাস ধরে দেখতে হবে। নাম না থাকলে ওরা বলবে এনআরসি করিয়ে দাও।”

প্রসঙ্গত, বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) চালাচ্ছে নির্বাচন কমিশন। সেই প্রক্রিয়াকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা দায়ের হয়েছিল, যাতে তৃণমূলও অন্যতম পক্ষ ছিল। ব্যক্তিগত ভাবে মামলা করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। বিরোধী দলের আর্জি মেনে সুপ্রিম কোর্ট আধারকে বৈধ নথি হিসাবে স্বীকৃতি দেয়। সেই নির্দেশের পর জাতীয় নির্বাচন কমিশন বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে বিজ্ঞপ্তি পাঠিয়েছে। এর পরই বুধবার রাজ্য প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Related posts

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের