প্রথম পাতা খবর ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’: বুথস্তরের কাজ শুরু করতে ৮০ কোটি টাকা ছাড়ল নবান্ন

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’: বুথস্তরের কাজ শুরু করতে ৮০ কোটি টাকা ছাড়ল নবান্ন

183 views
A+A-
Reset

সরকারি পরিষেবার বিষয়ে নতুন ধারণা তৈরি করতে বুথস্তরে সমস্যার সমাধানে উদ্যোগী হল রাজ্য সরকার। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় ইতিমধ্যেই টাকা ছাড়া শুরু করেছে নবান্ন। অর্থ দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন জেলার জন্য প্রায় ৮০ কোটি টাকা ছেড়েছে রাজ্য।

গত ২ অগস্ট থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। নবান্ন সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ২৪ হাজার শিবির আয়োজন করা হয়েছে। রাজ্যের মোট বুথসংখ্যা ৮০ হাজারের বেশি। এর মধ্যে ইতিমধ্যেই এক চতুর্থাংশ বুথে শিবির সম্পন্ন হয়েছে। শিবিরে স্থানীয় বাসিন্দারা সরাসরি তাঁদের সমস্যার কথা জানান। সরকারি আধিকারিকরা সেই সমস্যাগুলি চিহ্নিত করে সনদ দেন। প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা পর্যন্ত খরচ করে ছোটখাটো সমস্যার সমাধান করা হবে।

সরকারি সূত্রে খবর, যেসব বুথে সমস্যা চিহ্নিত হয়েছে, সেসব বুথের জন্য অর্থ ছাড়া শুরু হয়েছে। আপাতত যে পরিমাণ টাকা ছাড়া হয়েছে, তা প্রায় ৮০০ বুথের জন্য। পুজোর পরেই সংশ্লিষ্ট কাজ শুরু হবে। নবান্নের এক কর্তা বলেন, “ডিসেম্বর-জানুয়ারির মধ্যে এই কাজ শেষ করতে চাইছে সরকার।” সব মিলিয়ে কর্মসূচির জন্য প্রায় ৮ হাজার কোটি টাকা খরচের পরিকল্পনা রয়েছে।

সরকারি আধিকারিকদের দাবি, ১০ লক্ষ টাকা বড় অঙ্ক না হলেও বুথস্তরে সেতু মেরামত, টিউবওয়েল বসানো, রাস্তা সংস্কার বা নির্মাণের মতো কাজ করা সম্ভব। মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণেই সমস্যার সমাধান হবে, সেটাই চাইছে নবান্ন।

প্রশাসনের পাশাপাশি শাসক দলও সংগঠনকে এই কাজে নামিয়েছে। পঞ্চায়েত ও পুরসভার স্তরে তৃণমূলের প্রভাব থাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষেই সহজ হচ্ছে মানুষকে শিবিরে আনা ও সমস্যা সমাধানের পথে এগোনো। বিধানসভা ভোটের আগে মানুষের কাছে বার্তা পৌঁছে দিতেই যে এই কর্মসূচি, তা পরিষ্কার। বার্তা একটাই— “সরকার মানুষের পাশে, সমস্যার সমাধানে সরাসরি বুথে পৌঁছে যাচ্ছে।” নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলার কথা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.