261
নয়াদিল্লি: শনিবার রাজ নিবাসে দিল্লির অষ্টম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আম আদমি পার্টি (এএপি) বিধায়ক অতীশি। তিনি অরবিন্দ কেজরিওয়ালের স্থলাভিষিক্ত হলেন।
এই সপ্তাহের শুরুতে আবগারি নীতি মামলায় জামিনে মুক্তি পেয়েছেন কেজরিওয়াল। এর পরে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। অতীশির দিংর পাঁচজন মন্ত্রী – আগের মন্ত্রকের চারজন এবং একজন নতুন মুখও শপথ নিয়েছেন।
অতীশির নতুন মন্ত্রী পরিষদের মধ্যে রয়েছেন গোপাল রায়, কৈলাশ গহলত, সৌরভ ভরদ্বাজ, ইমরান হোসেন, মুকেশ আহলাওয়াত (নতুন)।
প্রসঙ্গত, কালকাজির প্রথমবারের বিধায়ক অতীশি, ভারতের মুখ্যমন্ত্রীর পদে অধিষ্ঠিত ১৭তম মহিলা এবং দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হয়েছেন৷ ৪৩ বছর বয়সী দিল্লির সর্বকনিষ্ঠ মহিলা মুখ্যমন্ত্রীও তিনি।