মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেষ্টা পদে যোগ দিয়ে কংগ্রেস ছাড়লেন প্রাক্তন বামফ্রন্ট মন্ত্রী আব্দুস সাত্তার

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের মুখ্য উপদেষ্টা হিসেবে যোগ দিলেন আব্দুস সাত্তার। আর তার পরেই কংগ্রেস ছাড়লেন। উত্তর ২৪ পরগনার এই নেতা মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন বলে কংগ্রেস সূত্রে জানা গেছে।

আব্দুস সাত্তার বামফ্রন্ট আমলে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী ছিলেন। ২০১৮ সালে সিপিএম থেকে বেরিয়ে তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের উদ্যোগে কংগ্রেসে যোগ দেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাদুড়িয়া থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে লড়াই করলেও সাফল্য পাননি।

সম্প্রতি উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভার উপনির্বাচনের জন্য সাত্তারকে পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তবে সাত্তার সেই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক দফতর মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে সাত্তারকে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগের কথা ঘোষণা করে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক