Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সংসদে ফের নামবিভ্রাট! প্রধানমন্ত্রীকে ‘নরেন্দ্র বাজপেয়ী’ বললেন বিজেপি সাংসদ অভিজিৎ, হাসির রোল লোকসভায় - NewsOnly24

সংসদে ফের নামবিভ্রাট! প্রধানমন্ত্রীকে ‘নরেন্দ্র বাজপেয়ী’ বললেন বিজেপি সাংসদ অভিজিৎ, হাসির রোল লোকসভায়

সংসদে নাম নিয়ে বিভ্রাট যেন থামছেই না। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করে তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন। তার দু’দিন পর, বুধবার লোকসভায় আরও বড় ভুল করলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে তিনি ভুল করে ‘নরেন্দ্র বাজপেয়ী’ বলে বসেন! মুহূর্তে সংসদজুড়ে হাসির রোল ওঠে। কেউ কেউ বিস্মিত, কেউ আবার তীব্র সমালোচনা শুরু করেন।

এদিন এসআইআর নিয়ে বিরোধীদের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ চালাচ্ছিলেন অভিজিৎ। প্রথমে কংগ্রেস এবং রাহুল গান্ধীকে কটাক্ষ করেন। তারপর বাংলার এসআইআর-কে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে সরব হন। তাঁর অভিযোগ, “মুখ্যমন্ত্রী বলেছিলেন এসআইআর করতে দেব না। কিন্তু হচ্ছে তো! তা হলে এখন গালাগাল করছেন কেন?”

বাংলায় অনুপ্রবেশ রুখতে কাঁটাতার বসানোর জন্য জমি না দেওয়ার অভিযোগও তোলেন তিনি। অভিজিতের দাবি, এই কারণেই রাজ্যে অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়েছে এবং তাঁদের নকল পরিচয়পত্র তৈরিতে ‘সহযোগিতা’ করা হচ্ছে।

এরপরেই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন অভিজিৎ। দাবি করেন—অভিষেকের সংসদীয় এলাকায় সবচেয়ে বেশি ‘ভূতুড়ে ভোটার’ পাওয়া গিয়েছে এবং সেই বিষয়ে তদন্ত হওয়া উচিত। এছাড়া এসআইআর আতঙ্কে আত্মহত্যার মতো অভিযোগের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সবকিছু স্বাভাবিক ভাবেই চলছিল, ঠিক তখনই মুখ ফসকে সাংসদ বলে বসেন, “আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র বাজপেয়ী…”

এই বক্তব্য শুনেই সংসদে উপস্থিত সদস্যরা একযোগে হতবাক হয়ে যান এবং সঙ্গে সঙ্গেই হাসির ঢেউ ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ ভুল বুঝতে পেরে অভিজিৎ নিজেকে সংশোধন করে ‘নরেন্দ্র মোদি’ বলেন। কিন্তু ততক্ষণে নামবিভ্রাট সংসদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

এরপর তিনি আরও দাবি করেন, “বাংলার শাসক দল নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নাম শুনলেই কাঁদতে শুরু করে।” এসআইআর যাতে ‘নিরাপদে এবং নিরপেক্ষভাবে’ সম্পন্ন হয়, সেজন্য বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করারও দাবি জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সোমবারের বঙ্কিমচন্দ্র–বিভ্রাটের পর বুধবারের এই ‘নরেন্দ্র বাজপেয়ী’ মন্তব্যে সংসদে নামবিভ্রাট নিয়ে নতুন করে তুমুল কটাক্ষ, সমালোচনা এবং রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

Related posts

দুর্গাপুজোর পর দীপাবলিও ইউনেস্কোর স্বীকৃতি পেল, দেশজুড়ে উচ্ছ্বাস—বাংলাতেও উদযাপনের প্রস্তুতি

আস্থাভোটের আগেই ইস্তফা বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠের, দলের নির্দেশ মানলেন অবশেষে

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বড় রদবদল: ১০ মিনিট আগে প্রশ্নপত্র, সাপ্লিমেন্টারিতেও সময় ছাড়