কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে রোগীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ বিভিন্ন মহলের। এই প্রেক্ষাপটে, শাসকদলের নেতারা যেমন ডাক্তারদের তীব্র আক্রমণ করছেন, তেমনই এবার কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও আন্দোলনের তীব্র সমালোচনা করলেন।
একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গঙ্গোপাধ্যায় বলেন, “রোগীরা হাসপাতালে আসছেন, কিন্তু ভর্তি হতে পারছেন না। ডাক্তারদের এভাবে নিজেদের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেওয়া উচিত নয়।” তিনি অভিযোগ করেন, এই আন্দোলনের পিছনে একটি রাজনৈতিক দলের হাত রয়েছে, যদিও সরাসরি দলের নাম নেননি। গঙ্গোপাধ্যায়ের মতে, “সিপিএমের কিছু অংশ এবং বামপন্থী কিছু গোষ্ঠী এই আন্দোলনকে চালাচ্ছে।”
এর আগেও জুনিয়র ডাক্তাররা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন। সেই প্রসঙ্গে গঙ্গোপাধ্যায় বলেন, “ওরা নিজেদের স্বার্থে আমাকে এবং অন্যদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, অথচ সিপিএমের নেতাদের তাদের পাশে দেখা গিয়েছে।”
তিনি এই আন্দোলনকে “জনবিরোধী” হিসেবে অভিহিত করে দাবি করেন, আদালতে এই আন্দোলন এক মিনিটেই স্থগিত হয়ে যাবে। তবে, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিকতারও প্রশংসা করেন। ডাক্তারদের চাকরি থেকে বাদ দেওয়া হবে কিনা সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “মমতা এতদূর যাবেন না। তবুও ডাক্তাররা ভুল করছেন এবং তাঁদের এই আন্দোলন সঠিক পথে এগোচ্ছে না।”