প্রথম পাতা খবর কলকাতা পুরভোট: বিরোধীদের প্রতি অভিষেকের জবাব, ‘নাচতে না জানলে উঠোন বাঁকা’

কলকাতা পুরভোট: বিরোধীদের প্রতি অভিষেকের জবাব, ‘নাচতে না জানলে উঠোন বাঁকা’

293 views
A+A-
Reset

চলছে কলকাতা পুরসভার ভোট গ্রহন পর্ব। রবিবার সকাল থেকেই মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই বেশিরভাগ জায়গায় হয়েছে ভোট গ্রহন। তবে কিছু কিছু জায়গা থেকে বিক্ষিপ্ত কিছু অশান্তির অভিযোগ অবশ্যই উঠে এসেছে। আর সেই সব অভিযোগ গুলিকে সামনে রেখেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেছে বিরোধীরা।

বিরোধীদের তোলা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এদিন পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রসিকতার ছলে বিরোধীদের প্রতি তৃণমূল কংগ্রেস এর সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মন্তব্য, বিরোধীরা যদি বুথে বুথে এজেন্ট দিতে না পারে, তাহলে আমরা কী করতে পারি? আসলে ‘ নাচতে না পারলে উঠোন বাঁকা ‘ ।

বিরোধীরা প্রায় সমবেতভাবে এদিন অভিযোগ তুলেছে যে, কলকাতার বেশিরভাগ বুথেই বিরোধী এজেন্টদের বসতেই দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। এমনকি কোথাও কোথাও ঘাড় ধাক্কা পর্যন্ত দেওয়া হয়েছে।

এক্ষেত্রে বিরোধীদের তরফে সমবেতভাবে রাজ্য নির্বাচন কমিশনকে অভিযোগও জানানো হয়েছে। এমনকি সেই অভিযোগ এর তালিকায় এদিনের বোমাবাজির কথাও তুলে ধরা হয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে বিরোধীরা একসঙ্গে প্রতিবাদ জানাচ্ছে এমন ছবিও দেখা গিয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.