২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহিদ বেদিতে প্রণাম জানিয়ে বক্তৃতা শুরু করে তিনি বলেন, “বিজেপিকে প্রথম বাংলাবিরোধী বলেছিলাম আমরা। ওরা বাংলার সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য করে, গরিব মানুষকে মারার চক্রান্ত করে, টাকা আটকে দেয়। ওদের একটাই পরিচয়— বাংলাবিরোধী।”
অভিষেক বলেন, “আমরা বাংলায় কথা বলি, গর্ব করে বলি। ১০০ বার বলব। ২০২৬ সালের পর বিজেপিকে দিয়েই ‘জয় বাংলা’ বলাব। লিখে রাখুন।”
বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “আমরা পদ্মফুল উপড়ে ফেলব। গলা কেটে দিলেও ‘জয় বাংলা’ই বলব। আমরা মেরুদণ্ড বিক্রি করিনি। বিজেপি ইডি আর নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম কাটছে। বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে চায়। ২০২৬-এর পর আমরা বিজেপিকে ওখানেই পাঠাব।”