প্রথম পাতা খবর ‘বাবুদের টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না’, গোসাবার সভা থেকে বিজেপি-কে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

‘বাবুদের টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না’, গোসাবার সভা থেকে বিজেপি-কে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

331 views
A+A-
Reset

বিজেপি যে রাজ্যে ক্ষমতায় আছে, কেন সেখানে নেই লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড? প্রশ্ন তুললেন অভিষেক!

ডেস্ক: শনিবার গোসাবায় জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধায়কের মৃত্যুর কারণে আগামী ৩০ অক্টোবর এই কেন্দ্র উপনির্বাচন। তার আগে প্রচারে ঝড় তুললেন অভিষেক।

গত বিধানসভা ভোটে গোসাবা কেন্দ্রে জয়ী হন তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর। তাঁর মৃত্যু হওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। উপনির্বাচনে গোসাবা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। অন্য দিকে দক্ষিণ ২৪ পরগনার এই কেন্দ্রে পদ্ম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন পলাশ রানা। ২০১৯-এর লোকসভা ভোটের পরে যিনি তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন। ফলে উপনির্বাচনে জোরদার প্রচারে নেমেছে দুই শিবিরই।

এ দিনের বক্তৃতায় রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা উল্লেখ করার পাশাপাশি আগাগোড়া বিজেপি-কে নিশানায় রাখেন তৃণমূল সাংসদ। বলেন, “বিজেপি যে রাজ্যে ক্ষমতায় আছে, কেন সেখানে নেই লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড”?

বিধানসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঘনঘন সফর করেছিলেন বাংলায়। সেই ঘটনায় খোঁচা দিয়ে অভিষেক বলেন, “আপনার বিপদে তৃণমূল কর্মীরা পাশে দাঁড়াবেন, বিজেপির বহিরাগতরা থাকবেন না। ফল ঘোষণা ৬ মাস হয়ে গিয়েছে, কোনও বিজেপি নেতা পাশে দাঁড়িয়েছেন”?

আরও পড়ুন: হেমন্ত এসে গেছে! শীতের আমেজ দক্ষিণবঙ্গে

তৃণমূল প্রার্থীকে রেকর্ড ব্যবধানে জেতানোর আর্জির পাশাপাশি তাঁর কটাক্ষ, “গোসাবার ভূমিপুত্রকেই জেতাতে হবে সর্বোচ্চ ব্যবধানে। এই উপনির্বাচনের ফল হবে ৪-০ (চারটি কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে)। সাধারণ মানুষ বহিরাগতদের বাংলা ছাড়া করবেন। অনেকে অনেক কথা বলেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সুন্দরবনকে ২ লক্ষ কোটি টাকা দেবেন। এখন আর বাবুদের টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না”।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.