শুধু সার্জিক্যাল স্ট্রাইক নয়, পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখলের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ফুঁসছে গোটা দেশ। এই পরিস্থিতিতে এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‘এবার শুধু সার্জিক্যাল স্ট্রাইক নয়, যে ভাষা ওরা বোঝে সেই ভাষাতেই জবাব দিতে হবে। সময় এসেছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর পুনর্দখলের।’’

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একের পর এক কড়া বার্তা দিয়েছেন। রাজনাথের হুঁশিয়ারি, ‘‘শুধু হামলাকারী নয়, ষড়যন্ত্রকারীদেরও খুঁজে বার করে জবাব দেওয়া হবে।’’ সেনাও প্রস্তুত রয়েছে চূড়ান্ত প্রতিক্রিয়ার জন্য।

কাশ্মীরে হামলায় বাংলার তিন পর্যটক নিহত হয়েছেন। তাঁদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই আবহে অভিষেকের পোস্টকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে