সময়ের কাঁটা দ্রুত এগোচ্ছে। মাস দুয়েকের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। তার আগেই রাজনৈতিক ময়দানে প্রচারযুদ্ধ তুঙ্গে। শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে শুরু হয়েছে ‘যতই করো হামলা, এবার জিতবে বাংলা’ কর্মসূচি। সেই কর্মসূচিকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে প্রচারে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার কোচবিহারের রণসংকল্প সভা থেকে সরাসরি ভোটের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেন অভিষেক। তিনি বলেন, “চতুর্থবারও রাজ্যে মা–মাটি–মানুষের সরকার গঠন হবে। চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।” একই সঙ্গে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, “ওরা ভোটের সময় আসে, তারপর উধাও হয়ে যায়। বাংলার টাকা আটকে রেখেছে দিল্লি।”
কোচবিহার প্রসঙ্গ টেনে অভিষেক অভিযোগ করেন, বিজেপি রাজবংশী সমাজকে অপমান করেছে এবং কোচবিহারকে ‘বাংলাদেশ’ বলে দাগিয়েছে। তিনি বলেন, “এটা রাজনৈতিক লড়াই নয়, অপমান ও শোষণের বিরুদ্ধে লড়াই।” নিশীথ প্রামাণিকের নাম উল্লেখ করে বিজেপির বাকি নেতাদেরও ‘প্রাক্তন’ করার ডাক দেন তিনি।
সভা থেকে তৃণমূল নেতার বার্তা স্পষ্ট— ভোটের আগে বাংলার স্বার্থ, সম্মান ও অধিকারকে সামনে রেখেই বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে চাইছে শাসকদল।