‘বিজেপি হারলে জিএসটি কমে, জিতলে বাড়ে’, ‘সাশ্রয় উৎসব’নয়া জিএসটি প্রসঙ্গে কটাক্ষ অভিষেকের

সোমবার অর্থাৎ আজ থেকে চালু হয়েছে জিএসটি ২.০। মহালয়ার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন, নতুন জিএসটি কাঠামোয় দেশে শুরু হতে চলেছে ‘‘সাশ্রয় উৎসব’’। এর ফলে সাধারণ মানুষের সঞ্চয় বাড়বে, দাম কমবে, যুবসমাজের জন্য নতুন সুযোগ তৈরি হবে।

কিন্তু সেই বক্তব্যকে হাতিয়ার করে পাল্টা আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ডায়মন্ড হারবারের সাংসদের কটাক্ষ, ‘‘তাহলে কি এত দিন জিএসটি ‘লুট উৎসব’ চলছিল? বিজেপির আসন সংখ্যা ২৪০-এ নেমে আসাতেই হঠাৎ জিএসটি কমানো হল। বিজেপি হারলে জিএসটি কমবে, আর জিতলে বাড়বে।’’

অভিষেকের প্রশ্ন

অভিষেক আরও বলেন, ‘‘বিজেপির কোনও দায়িত্ববোধ নেই। নোটবন্দির সময় কী হয়েছে আমরা দেখেছি। পহেলগাঁওয়ের সময় বলেছিল রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। এখন পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলছে ভারত।’’

সেই সঙ্গে প্রশ্ন ছুড়ে দেন, ‘‘বাংলা থেকে কর বাবদ কত টাকা নিয়ে গিয়েছেন? আর বাংলাকে কত টাকা ফেরত দিয়েছেন?’’

মুখ্যমন্ত্রীর কটাক্ষ

রবিবার দক্ষিণ কলকাতার ৯৫ পল্লীর দুর্গাপুজোর উদ্বোধনী মঞ্চ থেকেও কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, “জিএসটি নিয়ে বড় বড় ভাষণ দেওয়া হচ্ছে। কিন্তু স্বাস্থ্য বিমা থেকে টাকা, জিএসটি কমানো বা প্রত্যাহার—এ সব প্রথম আমি চিঠি লিখে দাবি করেছি। সাধারণ মানুষের কাজ হচ্ছে। কিন্তু এর জন্য কোনও ক্ষতিপূরণ রাজ্যকে দেওয়া হয়নি। বিজেপির রাজ্যে ঘুরিয়ে টাকা দেওয়া হচ্ছে।”

Related posts

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা

দেশের ৬ মেট্রো শহরের মধ্যে কলকাতায় সবচেয়ে কম পথদুর্ঘটনা, তথ্য কলকাতা পুলিশের রিপোর্টে

চেতলা অগ্রণীর পুজোয় অগ্নিকাণ্ড, বন্ধ দর্শনার্থীদের প্রবেশ