রাজনীতি থেকে  ‘সাময়িক বিরতি’ নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ কী

কলকাতা: রাজনীতি থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা ঘোষণা করলেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার টুইট করে এই ঘোষণা করেছেন অভিষেক। যদিও বিরতির কারণ উল্লেখ করেছেন তিনি, তবু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই ঘোষণায় জল্পনার অন্ত নেই।

বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক জানান, “চিকিৎসার জন্য আমি সংগঠন থেকে সাময়িক বিরতি নিচ্ছি। এই সময় সাধারণ মানুষের চাহিদা কী, তা আরও ভালোভাবে অনুধাবনের সুযোগ আমি পাব। আমি বিশ্বাস করি, রাজ্য সরকার দ্রুত এবং ভালোভাবে মানুষের সমস্যার সমাধান করবে এবং মানুষ যাতে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করবে।”

তবে ঠিক কী শারীরিক সমস্যায় ভুগছেন, তা খোলসা করে বলেননি অভিষেক। দীর্ঘদিন ধরেই তাঁর চোখে সমস্যা আছে। সেজন্য অস্ত্রোপচারও করিয়েছেন। ফের চোখেই কোনও সমস্যা হচ্ছে নাকি অন্য কোনও শারীরিক সমস্যা হচ্ছে, তা জানাননি।

প্রসঙ্গত, গত ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশ হয়। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেকের প্রাপ্ত ভোট ১০ লক্ষ ৪৮ হাজার ২৩০। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববির থেকে ৭ লক্ষ ১০ হাজার ৯৩০ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন অভিষেক।

Related posts

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের