মমতার আশঙ্কার ২৪ ঘণ্টার মধ্যেই ইডি-র তলব অভিষেককে

কয়লা পাচার কাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করল ইডি৷ আগামী শুক্রবার, ২ সেপ্টেম্বর সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে৷ ছাত্র সমাবেশের ২৪ ঘণ্টার মধ্যেই অভিষেককে ইডি-র তলব । আদালতের নির্দেশ মেনেই এবার দিল্লির বদলে কলকাতায় তলব করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে৷

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল দলের ছাত্র সংগঠনের সভা থেকে অভিষেককে ফের ইডি তলব করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মেয়ো রোডের ছাত্র সমাবেশ থেকে তৃণমূলনেত্রী কেন্দ্রীয় এজেন্সির সমালোচনা করতে গিয়ে অভিষেকের নাম উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, “এই তো আজকের সভায় অভিষেক খুব ভালো বক্তৃতা করেছে। এ বার হয়তো আজ অথবা কাল ওকে কোনো সংস্থা নোটিস ধরাবে। অভিষেককে তো আগেও দু’বার নোটিস ধরিয়েছে”।

ইডি সূত্রে অবশ্য খবর, গত ২৮ অগাস্ট মেল করে অভিষককে সমন পাঠানো হয়েছিল৷ ঠিক তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকালেই কয়লা পাচার কাণ্ডে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। এর আগেও তলব করা হয়েছিল তাঁকে। একাধিকবার তাঁকে দিল্লিতে তলব করা হয়েছিল। যা নিয়ে রীতিমতো শীর্ষ আদালত পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন অভিষেক-রুজিরা।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন