‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

চতুর্থীর সকালে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্যান্ডেল ঘুরলেন, আরতি করলেন, মায়ের আশীর্বাদ চাইলেন। কিন্তু এই উদ্বোধন ঘিরেই ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি।

স্বরাষ্ট্রমন্ত্রীর পুজো উদ্বোধনের পরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষ করলেন বিজেপিকে। বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আজ যাঁরা বাংলায় এসে দুর্গাপুজোর উদ্বোধন করছেন, তাঁরাই পাঁচ বছর আগে বলতেন, বাংলায় দুর্গাপুজো হয় না। এই বক্তব্যই তাঁদের পরস্পরবিরোধী মানসিকতার প্রমাণ।”

তিনি আরও বলেন, “বাংলার দুর্গাপুজো আজ ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি পেয়েছে— তা-ও এই সরকারের আমলে। বিজেপি শাসিত কোনও রাজ্যের কোনও উৎসব আজ পর্যন্ত এই আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। বাংলার থেকে ওদের শেখা উচিত।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় স্মরণ করিয়ে দেন, বিজেপির বহু নেতাই এক সময় অভিযোগ করেছিলেন, বাংলায় তোষণের রাজনীতি করতে গিয়ে দুর্গাপুজো করতে দেওয়া হয় না। কিন্তু আজ সেই বিজেপিই মরিয়া হয়ে রাজ্যে পুজো উদ্বোধন করছে।

শুধু তাই নয়, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়েও শাহকে আক্রমণ করেন অভিষেক। তাঁর বক্তব্য, “৬ বছর আগে অমিত শাহর নেতৃত্বেই বহিরাগতরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। সেই সময় কলকাতাকে জল্লাদের উল্লাসমঞ্চে পরিণত করা হয়েছিল। উত্তর ভারতের সংস্কৃতি বাংলায় চাপিয়ে দিতে চেয়েছিল ওরা, কিন্তু বাংলার মানুষ তার জবাব দিয়েছে।”

রাজনৈতিক মহলের মতে, পুজোর আবহে শাহের সফরকে ঘিরে বিজেপি রাজ্যে নিজেদের উপস্থিতি জোরদার করতে চাইছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কটাক্ষ রাজ্যে রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র করবে বলেই মনে করা হচ্ছে।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে