চোখের অস্ত্রোপচার সেরে কালীপুজোর আগে আমেরিকা থেকে বাড়ি ফিরছেন অভিষেক

কলকাতা: চোখের অস্ত্রোপচারের পর ভালো আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীপুজোর আগেই হয়তো আমেরিকা থেকে বাড়ি ফিরছেন তৃণমূল সাংসদ।

জানা গিয়েছে, গত ১৪ অক্টোবর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশে বিশেষ অস্ত্রোপচার হয় তাঁর। আমেরিকার জন্স হপকিন্স হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আপাতত সুস্থ। তাই শীঘ্রই আমেরিকা থেকে কলকাতার পথে পাড়ি দিচ্ছেন তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এক দুর্ঘটনায় অভিষেকের বাঁ দিকের চোখের নীচে গুরুতর আঘাত লাগে। সেই দুর্ঘটনাতে সাংসদের বাঁ চোখের নীচে ‘অরবিটাল বোন’ (চোখকে ধরে রাখার হাড়) ভেঙে যায়। এর পর থেকে তিনি দীর্ঘ দিন ওই চোখ নিয়ে সমস্যায় ভুগছিলেন।

এর আগে চোখে একাধিকবার অস্ত্রোপচারও হলেও সমস্যা পুরোপুরি মেটেনি। এর আগে, ২০২০ সালের মার্চে চোখের অস্ত্রোপচারের জন্য অভিষেকের আমেরিকা যাওয়ার কথা থাকলেও কোভিড অতিমারির কারণে তা দু’বছর পিছিয়ে যায়। সম্প্রতি চোখের চিকিৎসায় দুবাইয়েও যান অভিষেক। তার পরেই চিকিৎসকদের পরামর্শে আমেরিকায় গিয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে ফের একবার চোখের অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন: ঘণ্টায় ১১০ কিমি বেগে ধেয়ে আসছে সিত্রাং, উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন